শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিক্ষা
কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গণমিছিল আজ
নিউজ ডেস্ক
Publish: Friday, 18 April, 2025, 8:13 AM

ছয় দফা দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আজ শুক্রবার (১৮ এপ্রিল) সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেসবুক বার্তায় ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ দফা দাবি আদায়ে এ কর্মসূচি বাস্তবায়নে আহ্বান জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনিবাহী সদস্য জুবায়ের পাটোয়ারী জানান, আজ বৈঠকের পরেও দাবির বিষয়ে সন্তোষজনক সাড়া ও সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’ এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা আর ‘আশ্বাসে নই বাস্তবায়নে বিশ্বাসী, আমরা বাস্তবায়ন চাই’

গত বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে কর্মসূচি শিথিল করে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যায় কারিগরি ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের প্রতিনিধি দল। তবে শিক্ষা উপদেষ্টা ও সচিবের অনুপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে জুবায়ের পাটোয়ারী বলেন, আমাদের আন্দোলন ৮ মাস ধরে চলছে। আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ তৈরি করছি না। আমাদের বাধ্য করা হয়েছে। আমরা সচিবালয়ে যাওয়ার পরেও এর সমাধান করা হয়নি। আমাদের সঙ্গে সরাসরি প্রতারণা করা হয়েছে। আজকের যে অতিরিক্ত সচিব আমাদের সঙ্গে বসেছেন, তিনি নিজেও জানতেন না যে শিক্ষা উপদেষ্টার থাকার কথা ছিল। তারা অযৌক্তিক আলোচনার মাধ্যমে সময় নষ্ট করেছেন। আমরা দীর্ঘমেয়াদে যেতে চাই না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। ফলে জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
শিক্ষা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝