শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
গাজীপুরে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লো শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি
Publish: Thursday, 17 April, 2025, 2:02 PM

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ফুট ওভার ব্রিজের নিচে এ বিক্ষোভ হয়। এ সময় প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। খবর পেয়ে দুপুর ১২টায় সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিকপক্ষ তাদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগেই ছুটি দিয়ে দেয়। ছুটি শেষে তারা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ পান।

তারা বলেন, ঈদুল ফিতরের ১২ দিনের ছুটি শেষে ১০ এপ্রিল কারখানা খোলার কথা ছিল। কিন্তু কারখানায় পর্যাপ্ত কাজ না থাকার অজুহাত দেখিয়ে মালিকপক্ষ আরও ৬ দিন ছুটি বৃদ্ধি করে ১৭ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে দেখি, কাউকে না জানিয়ে মালিকপক্ষ ছুটি বৃদ্ধি করে ২২ এপ্রিল কারখানা খোলার তারিখ নির্ধারণ করে।’

শ্রমিক আরও বলেন, ঈদুল ফিতরের বোনাস, দুই মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবি নিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা মহাসড়ক থেকে সরে যাননি। দুপুরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক হুমায়ুন চৌধুরী বলেন, ‘কারখানায় কাজ না থাকায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে- এমন খবর পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আমরা অল্প সময়ের মধ্যে তাদের সব দাবি পূরণ করব। 

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় আড়াই ঘণ্টা পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়
Bangladesh Investment Summit: A Grand Spectacle with Hollow Outcomes
সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝