শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৬৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 19 April, 2025, 9:02 AM

শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সবশেষ আপডেট খবরে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, অবরুদ্ধ ও বোমা বিধ্বস্ত ছিটমহলে খ্রিস্টানরা যখন গুড ফ্রাইডে উদযাপন করছিল, তখন একদিনে কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

হতাহতের অর্ধেকেরও বেশি গাজা শহর এবং উত্তর গাজায় ঘটেছে। তবে দক্ষিণে খান ইউনিস এবং রাফাহসহ ফিলিস্তিনি উপত্যকা জুড়ে মারাত্মক হামলা হয়েছে। শুক্রবার চিকিৎসা সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাফাহর কাছে শাবুরা এবং তাল আস-সুলতান এলাকায়, সেইসাথে উত্তর গাজায় সেনারা অভিযান চালাচ্ছে, যেখানে ইসরায়েল গাজা শহরের পূর্বে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করেছে।

শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পুনরাবৃত্তি করে বলেছেন, “ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে চায়।”

“[ইসরায়েলি সেনাবাহিনী] বর্তমানে সকল ক্ষেত্রে একটি নির্ণায়ক বিজয়, জিম্মিদের মুক্তি এবং গাজায় হামাসের পরাজয়ের দিকে কাজ করছে,” তিনি এক বিবৃতিতে বলেন।

তবে হামলার মধ্যেও গাজার ফিলিস্তিনি খ্রিস্টানরা ইস্টারের আগে শান্ত সমাবেশ অব্যাহত রেখেছে।

স্থানীয় একটি গির্জা থেকে আল জাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে ইহাব আইয়াদ বলেন, তিনি প্রতি বছর অন্যান্য ধর্মসভায় জড়ো হতেন এবং উদযাপনের জন্য তার প্রতিবেশীদের বাড়িতে যেতেন।

“এই বছর, আমরা সর্বত্র সম্পূর্ণ ধ্বংসের কারণে পরিদর্শন করিনি, কারণ [ইসরায়েলি] দখলদার বাহিনী আমার আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের বেশিরভাগ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে,” আইয়াদ বলেন।

তিনি বলেন, “আমার অনেক আত্মীয়স্বজন এবং প্রতিবেশী বিভিন্ন জায়গায় শহীদ বা বাস্তুচ্যুত হয়েছেন। আমরা খুব দুঃখিত বলে আমরা উদযাপন করিনি।”

রমেজ আল-সৌরি বলেন, আমি পবিত্র সপ্তাহে গাজা থেকে বেথলেহেম বা জেরুজালেমে ভ্রমণ করতাম। কিন্তু এখন গাজায় যুদ্ধের পরিবেশ ছড়িয়ে পড়েছে। সর্বত্র মৃত্যুর গন্ধ। হত্যা এবং ধ্বংসের গন্ধ আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করছে।”

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করেছে যে ‘গাজার এখন খাদ্যের প্রয়োজন’ কারণ লাখ লাখ মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছে।

গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ এরও বেশি বলেছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝