বলিউড তারকা অয়ামিশা প্যাটেল আজকাল সিনেমায় অনিয়মিত। তাই আগের মতো আলোচনায়ও নেই। পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনও গাঁটছড়া বাঁধেননি।
দীর্ঘ দিনের বিরতি ভেঙে আবারও অভিনয় ফিরেন 'গদর ২' সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল অমিশাকে। সবশেষ গত বছর ‘তওবা তেরা জ্বালওয়া’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে।
অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন ‘কাহো না প্যার হ্যায়’, ‘ইয়ে জিন্দেগি কা সফর’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওম শান্তি ওম’ এর মতো ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ার সোনালি দিনে একাধিক বলিউড অভিনেতা সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছেন কিন্তু পরিণয় হয়নি। এবার নাকি বিয়ের আগেই মা হবেন আমিশা!অন্তর্জালে খবর ছড়িয়েছে এমন গুঞ্জন।
সম্প্রতি সবুজ মনোকিনি (টপলেস বিকিনি ) পরে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসতেই মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। ছবিতে স্পষ্ট হয় অভিনেত্রীর বেবি বাম্প! এই ছবি দেখেই নেটিজেনদের কৌতূহল। ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। তবে অন্তঃসত্বার বিষয়ে মুখে কুলুপ এটেছেন আমিশা।
১৯৭৫ সালে গুজরাটে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। হিন্দি ও তেলেগু দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফ্টস বিশ্ববিদ্যালয়ে জৈব-জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন। খান্ডওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে চাকরি করার সময় অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। এরপর দেশে এসে সত্যদেব দুবের থিয়েটার অভিনয়ের হাতে খড়ি।
ডার্ক টু হোপ/এসএইচ