বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
বিনোদন
রবীন্দ্রনাথের গল্পে প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিনোদন ডেস্ক
Publish: Monday, 21 April, 2025, 7:29 PM

প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দিঘি এবং মামনুন ইমন। সেটিও আবার রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’র মতো ক্ল্যাসিক ছোটগল্পে নির্মিত সিনেমায়।

সিনেমার নাম গল্পের নামেই থাকছে অর্থাৎ ‘দেনাপাওনা’। সিনেমাটি নির্মিত হবে সরকারি অনুদানে। এটি নির্মাণ করবেন সাদেক সিদ্দিকী।

দীঘি যে এই সিনেমায় অভিনয় করবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সিনেমাটিতে দীঘির বিপরীতে যুক্ত হচ্ছেন ইমন।

খবরটি নিশ্চিত করে ইমন গণমাধ্যমকে বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহুল পঠিত। তাই চ্যালেঞ্জটা আরও বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন। তাই সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করবো, পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

‘দেনাপাওনা’ সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে। যিনি জমিদার পরিবারের সন্তান। অন্যদিকে, দীঘি অভিনয় করবেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার কাহিনি।

বলা দরকার, ‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি চাহড়াও এতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির প্রমুখ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ
সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন
ঐকমত্য কমিশনের ৭৩টি সংস্কার প্রস্তাবে আপত্তি বিএনপির
কাশ্মীরে পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা, পর্যটকসহ নিহত ২৬
পরীর বিরুদ্ধে মামলা ঠুকলেন ভুক্তভোগী গৃহকর্মী
বিনোদন- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝