শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
১২ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
বিনোদন
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ
বিনোদন ডেস্ক
Publish: Thursday, 24 April, 2025, 4:45 PM

আনিকা কবির শখ আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে।  এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত। মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।

তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। 

অভিনেত্রী শখ বলেন, শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।

সদ্যঃপ্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কি না তিনি উল্লেখ করেননি।

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ।

এছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করলো ভারত
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ
দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক
‘বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ’
বিনোদন- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝