গ্রিড ফেল করায় বিদ্যুৎবিহীন রয়েছে খুলনা বিভাগের অনেক এলাকা। এর ফলে প্রচণ্ড গরমে লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর ধীরে ধীরে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে।
খুলনাসহ পদ্মার এপারের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী জানান, শনিবার বিকেল ৬টার দিকে রাজধানীর আমিন বাজারে বিদ্যুতের সঞ্চালন লাইন ট্রিপ করে। এর ফলে ২১ জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
তিনি জানান, রাত ৮টা থেকে বিভিন্ন ফিডারে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ দেয়া শুরু হয়। তবে সব এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
স্থানীয় লোকজন জানান, খুলনা নগরীর দোলখোলা ফিডার এলাকায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এরপর বিদ্যুৎ এলেও ১৫ মিনিট পর আবার বিদ্যুৎ অফ হয়ে যায়। অনেক এলাকাতেই একই অবস্থা দেখা গেছে।
এদিকে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুৎ নির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়।
ডার্ক টু হোপ/এসএইচ