Publish: Sunday, 27 April, 2025, 3:22 PM

দেশের ক্রিকেট পাড়ায় গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে। তবে নতুন খবর হলো, আবারও শাস্তি পেতে যাচ্ছেন এ ক্রিকেটার। শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমে ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়, জরিমানা গুনেছেন ১০ হাজার টাকা।
আগের দিন নানা ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি এক বছরের জন্য স্থগিত হওয়ায় গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান হৃদয়। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। কিন্তু তাতে হৃদয়ের কোনো ভ্রুক্ষেপ নেই।
গতকাল দুবার জীবন পেয়ে ৩৭ রান করে ওয়াসি সিদ্দিকির বলে জীবনের হাতে ধরা পড়েন মোহামেডানের এ তারকা। কিন্তু পরিষ্কার করে প্রতিপক্ষের খেলোয়াড়রা উল্লাসে মাতলেও তিনি মাঠ ছাড়তে চাইছিলেন না, ঠায় দাঁড়িয়ে ছিলেন উইকেটে। আউট হওয়ার পর দাঁড়িয়ে থাকাটা আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনা নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, হৃদয় গতকাল লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন। যার শাস্তি ১ ডিমেরিট পয়েন্ট। হৃদয়ের আগের ডিমেরিট পয়েন্ট আছে ৭টি। এখন আরও এক যোগ হলো। যার মানে তিনি চার ম্যাচ খেলতে পারবেন না। যদিও আইসিসির নিয়ম মানলে সেটা হবে পাঁচ ম্যাচ।
এখন প্রশ্ন হলো, বিসিবির টেকনিক্যাল কমিটির দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞার এক ম্যাচ এক বছরের জন্য স্থগিত করে দিলেও নতুন করে তিনি যে শাস্তি পেয়েছেন, সেটার কী হবে? হৃদয়ের এ অবস্থা দেখে বিসিবির এক পরিচালক অবশ্য বলেছেন, নিজের হুঁশ না থাকলে কেউ বাঁচাতে পারবে না!
ডার্ক টু হোপ/এসএইচ