শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বাংলাদেশ
বগুড়ায় দাদি শাশুড়ি ও নাত বউকে গলা কেটে হত্যা
বগুড়া প্রতিনিধি
Publish: Thursday, 17 July, 2025, 10:29 AM

বগুড়ায় নিজ বাড়িতে গলা কেটে হত্যার শিকার হয়েছেন দাদী শাশুড়ি ও নাত বউ। এসময় বন্যা আক্তার নামে এক কিশোরীকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। 

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার পর সদরের ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮০) এবং তার নাতী পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত কিশোরী বন্যা (১৫) পারভেজের ছোট বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুল ওই পাড়াতেই মুদী দোকান করেন। ঘটনার সময় বুলবুল তার স্ত্রী পারভীনসহ দোকানে অবস্থান করছিলেন। তার ছেলে পারভেজ বাড়ির বাইরে এবং ছোট ছেলে কৌশিক প্রাইভেট পড়তে গিয়েছিলেন। বাড়িতে বুলবুলের মা, ছেলের বউ, মেয়ে এবং সাত মাস বয়সী নাতী ছিল। 

এশার নামাজের পর বন্যা পেটে ছুরিকাহত অবস্থায় বাড়ি থেকে চিৎকার দিয়ে বের হয়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে তাদের বাড়িতে গিয়ে বারান্দায় বেসিনের কাছে হাবিবার গলাকাটা লাশ এবং ঘরে লাইলী বেওয়ার লাশ পড়ে থাকতে দেখেন। হাবিবার সাত মাস বয়সী শিশু রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। 

স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বন্যাকে সার্জারি বিভাগে ভর্তি করেন। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন।

বন্যার ফুপাতো ভাই খোকন মিয়া জানান, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই এলাকার সোহেলের ছেলে সৈকত বন্যাকে পছন্দ করতো এবং প্রায়ই বিরক্ত করতো। বুধবার বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭/৮ জন বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে এলে বন্যার পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। 

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “ছুরিকাহত বন্যা পুলিশকে সৈকতের নাম বলেছে। এরপর থেকেই পুলিশের একাধিক টিম সৈকতকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে। সৈকত গ্রেপ্তার হলে প্রকৃত রহস্য জানা যাবে।”

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝