বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
শেষ ইচ্ছা পূরণ হলো না অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার
আনন্দমেলা প্রতিবেদক
Publish: Monday, 25 August, 2025, 10:17 PM

কথা ছিলো আসছে পূজায় সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ‘সিঁদুর নিওনা মুছে’ সিনেমাটি কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভূঁইয়া। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।

দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি গীতিকার, নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গীতিকার হিসেবে। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎ মা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান চরিত্রাভিনেত্রী হিসেবে।

এরপর তিন শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রও। ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি।

অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি নির্মাণ ও গীত রচনায়ও রেখেছেন অবদান। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝