জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ভক্তদের মাতাতে যাচ্ছেন। সংগীতজীবনের ২৫ বছর পূর্তির বিশেষ আয়োজন হিসেবে আগামী সেপ্টেম্বরে দেশটিতে কনসার্ট করবেন তিনি ও তার দল ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে সফরের বিস্তারিত জানান তাহসান। পোস্টারে প্রকাশিত শিডিউল অনুযায়ী—
৬ সেপ্টেম্বর অ্যাডিলেড
৭ সেপ্টেম্বর ব্রিসবেন
১৩ সেপ্টেম্বর সিডনি
২০ সেপ্টেম্বর মেলবোর্ন
২৭ সেপ্টেম্বর পার্থ
মাসজুড়ে পাঁচ শহরে ধারাবাহিকভাবে আয়োজন হবে এই কনসার্ট।
অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অনেকে জানিয়েছেন দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে সরাসরি দেখার অপেক্ষায় আছেন তারা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু হয় তাহসানের। পরবর্তীতে একক ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি তিনি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’-এ কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে নিয়মিত দেশ-বিদেশের কনসার্টে পারফর্ম করছেন।
ডার্ক টু হোপ/এসএইচ