বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
‘কেজিএফ’ সিনেমার খ্যাতিমান অভিনেতা দীনেশের মৃত্যু
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 26 August, 2025, 7:47 AM

কন্নড় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ও আর্ট ডিরেক্টর দীনেশ মঙ্গলুরু মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর সোমবার (২৫ আগস্ট) নিজের বাড়িতে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার এই অকাল প্রয়াণ কন্নড় সিনেমা জগৎ এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

দীনেশ মঙ্গলুরু ‘আ দিনাগালু’ ও ‘কেজিএফ’ চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। চলচ্চিত্রের জগতে তার অবদান শুধুমাত্র অভিনয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তিনি একজন দক্ষ আর্ট ডিরেক্টর হিসেবেও খ্যাত ছিলেন। দীনেশ তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন আর্ট ডিরেক্টর হিসেবে। তিনি কন্নড় চলচ্চিত্রের কয়েকটি উল্লেখযোগ্য প্রোজেক্টে কাজ করার পর অভিনয়ে প্রবেশ করেন এবং অল্প সময়েই দর্শকের কাছে পরচিতি পান। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে অভিনেতার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন ছিলেন দীনেশ। তবে শেষ কিছুদিন তার অবস্থার অবনিতি হয়েছি। আর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

‘আ দিনাগালু’ চলচ্চিত্রে সিতারাম শেঠি চরিত্রে অভিনয় করে প্রথম বড় স্বীকৃতি পান দীনেশ। এরপর কেজিএফ-এ বোম্বে ডন চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা আরও দৃঢ় হয়। এছাড়া তিনি ‘ইন্তি নিন্না প্রীতিয়া’, ‘রিকি’, ‘হারিকাথে আল্লা গিরিকাথে’, ‘উলিদাবারু কন্দানথে’, ‘স্লাম বালা’ প্রভৃতি চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝