বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয়
এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ
নিউজ ডেস্ক
Publish: Sunday, 31 August, 2025, 8:47 AM

বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন পুনরায় করার সুযোগ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সংশোধনের জন্য পুনরায় আবেদন করা যাবে।

সম্প্রতি মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এবং পরবর্তীতে ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলমান ক্রাশ প্রোগ্রামের আওতায় অনেকের আবেদন বাতিল হয়েছে। আবেদন বাতিল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—

১. নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলাদি জমা না দেওয়া
২. অসম্পূর্ণ বা ভুলভাবে আবেদন দাখিল
৩. দাখিল করা দলিলাদির সঙ্গে চাহিত সংশোধনের অসঙ্গতি
৪. সাক্ষাৎকারে উপস্থিত না হওয়া
৫. এনআইডিধারীর অনুরোধে আবেদন বাতিল হওয়া

তবে এসব কারণে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি বলে কমিশন মনে করছে। তাই পুনরায় আবেদন করলে সেসব আবেদন নতুন কোনো ক্যাটাগরিতে না নিয়ে পূর্বের ক্যাটাগরিতেই গ্রহণ করতে হবে এবং ৩১ অক্টোবরের মধ্যে তা সম্পন্ন করতে হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝