পুলিশ সক্রিয় হলে অনেকে সমালোচনা করে বলেন, "বেশি করে ফেলেছে"—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্রিকেট খেলায় দাগ দিয়ে বলা যায় না কোনটা ওয়াইড হবে। আইনশৃঙ্খলা বাহিনী আগুন লাগার পর বাধা দিলে সমালোচনা হয়, অথচ নিয়ম হচ্ছে আগেই ব্যবস্থা নেওয়া।”
তিনি আরও জানান, শনিবার চট্টগ্রামের ঘটনাসহ সাম্প্রতিক কিছু অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এসব ঘটনা যেন ধীরে ধীরে কমে আসে, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা চাইবে নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব জনগণ ও রাজনৈতিক দলের।”
কোর কমিটির বৈঠক
রোববার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি জানান, জাতীয় নির্বাচন, পুলিশ সংস্কার কমিশন, মাদক, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও ভুয়া তথ্য প্রচার—সবই আলোচনায় এসেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। কারণ ঐক্যে ফাটল ধরলে দোসররা সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
অবরোধের প্রভাব
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ১২৩টি সংগঠন এসব অবরোধ কর্মসূচি দিয়েছে। তিনি বলেন, “রাস্তা বন্ধ করে কর্মসূচি দিলে জনদুর্ভোগ হয়। তাই খোলা মাঠ বা উদ্যানে দাবি-দাওয়া জানানোর আহ্বান জানাই।”
ডার্ক টু হোপ/এসএইচ