বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালী প্রতিনিধি
Publish: Monday, 1 September, 2025, 5:02 PM

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। এ সময় সড়কের পাশে রাখা কয়েকটি গাড়ি ডাম্পিং করা হলে ক্ষুব্ধ চালক ও গাড়ির মালিকরা সড়ক অবরোধ করে এবং ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকদের জন্য শহরের নতুন বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থান বরাদ্দ করা হয়েছে। তবে তারা নিয়ম ভেঙে জিলা স্কুলের সামনে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে একাধিকবার সতর্ক করার পরও তারা অনিয়ম চালিয়ে যাচ্ছিলেন।

অভিযুক্ত চালক ও শ্রমিকদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়া দুপুরে ভ্রাম্যমাণ আদালতের দল গাড়ি ও দোকানপাট উচ্ছেদ করলে পরিবহন শ্রমিক ও হকাররা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর টিম পাঠানো হয়। পরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝