বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী-শ্রমিক সংঘর্ষ, নিহত ১, গুলিবিদ্ধ ৬
রংপুর ব্যুরো
Publish: Tuesday, 2 September, 2025, 1:37 PM

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উত্তরা ইপিজেডের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান হাবিব। তিনি সদর থানার সংরশি ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় কয়েকদিন ধরে শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু দাবি পূরণ না করেই সোমবার রাতে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে।

মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তরা ইপিজেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ইপিজেডে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেনা সদস্যদের গাড়িতে শ্রমিকরা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো হয়। এতে ছয়জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হাবিব নামের একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফারহান তানভীর উল ইসলাম জানান, বাকিদের চিকিৎসা চলছে।

অপরদিকে, ৫৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝