রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫,
২৩ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি
Publish: Friday, 5 September, 2025, 3:10 PM

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ও ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। এতে প্রায় ১৬ জেলার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ তিন ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায়, পাশাপাশি মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ সড়ক পর্যন্ত স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন।

তিনি আরও জানান, গ্রামবাসীরা দাবি তুলেছেন—বিচ্ছিন্ন করা ইউনিয়নগুলো পুনরায় ভাঙ্গা উপজেলায় ফিরিয়ে আনতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলেও স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া রবিন, সুজন ও সোহেল বলেন, “আমাদের গ্রামকে আলাদা করে দেওয়া মানে আমাদের মা-মাটি থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না।”

এদিকে, পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মহাসড়ক ছাড়তে বোঝানোর চেষ্টা করছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ক্যালেন্ডার মেনে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ
সোনার দাম আরো বাড়ল
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝