বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
জামালপুরে নতুন গ্যাসকূপ খনন শুরু, দিনে মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস
জামালপুর প্রতিনিধি
Publish: Friday, 24 January, 2025, 10:16 PM

জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খনন কাজ শুরু করা হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তারতাপাড়া গ্রামে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ‘নতুন কূপ থেকে প্রতিদিন গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। ২৫ থেকে ৩০ বছর এই গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করছে বাপেক্স।’

বাপেক্স সূত্রে জানা যায়, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের আওতায় এই কূপটি খনন করা হচ্ছে। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু করা হয়েছে। বাপেক্সের ২২০ জন প্রকৌশলী ও শ্রমিক এই কূপ খননকাজের সাথে যুক্ত রয়েছেন। গত ১২ জানুয়ারি কূপ খননের স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয়েছে। এই খননকাজ চলবে ৯০ দিন পর্যন্ত।

সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্যাসের সংকট কমাতে আগামী দু’বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এছাড়া পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

গ্যাস মজুদের জায়গা স্বল্পতার কারণে বৃহৎ আকারে আমদানি সম্ভব হচ্ছে না বলেও জানান এ সচিব। তাই সরকার মজুদের জায়গা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তবে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আবাসিক ক্ষেত্রে নতুন গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে না বলে জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো: শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমা প্রমুখ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝