রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
খেলাধুলা
ঢাকাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বরিশাল
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 29 January, 2025, 9:19 PM

মাঠে নামার আগেই শীর্ষে আরোহন করেছিল ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের হারে পয়েন্ট টেবিলে সবার ওপরে ওঠে দলটি। তবে, কয়েক ঘণ্টার ব্যবধানে বরিশাল শীর্ষস্থান মজবুত করেছে নিজেদের যোগ্যতায়। বিপিএলে আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকাকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে ১৫.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয় ঢাকা। জবাবে মাত্র ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে বরিশাল।

স্বল্প রান তাড়ায় মাঠে নামা বরিশাল কেবল তাওহিদ হৃদয়ের উইকেটটি হারায়। মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন হৃদয়। ২১ রানে একমাত্র উইকেট হারানোর পর অধিনায়ক তামিম ইকবাল ও ডেভিড মালান মিলে বরিশালের নোঙর ফেলেন জয়ের বন্দরে।

তামিম ১৪ বলে ২১ এবং মালান ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বরিশাল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রংপুর।

এদিকে, শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে শামিল হন ঢাকার ব্যাটাররা। বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। তিনজন ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেননি বাকি ৮ ব্যাটার। অধিনায়ক থিসারা পেরেরা করেন সর্বোচ্চ ১৫ রান। ১০ রান আসে রন্সফোর্ড বিটন ও লিটন দাসের ব্যাট থেকে।

ঢাকাকে ধসিয়ে দেওয়ার অন্যতম দুই কারিগর বরিশালের তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী। তানভীর ২ রানে ৩ উইকেট শিকার করেন। নবী ৩ উইকেট নেন ৯ রান দিয়ে। ফাহিম আশরাফেরও শিকার ৩টি। তবে, তিনি দিয়েছেন ১৫ রান। বাকি উইকেটটি পান জেমস ফুলার।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
ডিআরইউ'র সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
এলপিজির দাম বাড়লো
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝