বিদ্রোহের গুঞ্জন ছিল গতকাল থেকেই। এবার সেটি আনুষ্ঠানিক তুলে ধরলেন নারী ফুটবলাররা।জানিয়েছেন পিটার বাটলারকে কোচ হিসেবে না চাওয়ার কথা।
গত বছরের শেষদিকে বাটলারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।তাতে নাখোশ হন সিনিয়র ফুটবলাররা। কেননা সাফ চলাকালীন তাদের সঙ্গে ইংলিশ এই কোচের দ্বন্দ্বের কথা উঠে আসে।
তবে বাটলারকেই যদি কোচ হিসেবে রাখা হয় তাহলে অবসরের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বাফুফে ভবনে কান্না জর্জরিত কণ্ঠে আজ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সমস্যা তো দেখুন, এখানে একটা জিনিসই বলার, নিজেদের আর কিছু প্রমাণের নেই। ব্যাপারটা আত্মসম্মানের; (এসময় কান্নায় ভেঙে পড়েন সাবিনা) দিনশেষে মেয়েরা দেশের জন্য খেলে। কিন্তু দেশের মানুষ মেয়েদের যেভাবে কটুক্তি করছে এটা মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। ’
মাসুরা পারভীন বলেন, ‘আমরা তো একবারও বলিনি যে আমরা অনুশীলন করব না। আমরা কোনো কর্মকতা বা কিরণ আপাকেও একবারও বলিনি যে অনুশীলন করব না। আমরা বলেছি বাটলারের অধীনে অনুশীলন করব না। আমাদের যে কোচ ছিলেন (লিটু স্যার) ওনার কথাতে আমরা অনুশীলন করছিলাম। আমরা কিরণ আপাকে বলেছিলাম যে উনি যেহেতু বিদেশ থেকে এসেছেন তো আপাতত একটু বিশ্রামে থাক, আমরা লিটু স্যারের অধীনে অনুশীলন করতে চাই। ’
ডার্ক টু হোপ/এসএইচ