রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
খেলাধুলা
শরিফুলের বোলিং তোপে সিলেটকে গুঁড়িয়ে প্লে অফে চিটাগাং কিংস
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 30 January, 2025, 10:43 PM

প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল চিটাগং কিংস। আগে ব্যাট করে ওপেনার খাজা নাফায় ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহই গড়েছিল চিটাগং। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট অল আউট হয়েছে ১০০ রানেই। তাতে ৯৬ রানের বড় জয় পেয়েছে চিটাগং। এতে আসরে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো দলটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরুটা একেবারেই ভালো হয়নি সিলেটের। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। রনি তালুকদার, জাকির হাসান, অ্যারন জোন্সরা দলের হাল ধরতে না পারায় ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট।

সিলেটের হয়ে আজ ব্যাট হাতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জাকির, তিনি করেছেন ১৯ রান। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি তাই শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ১০০ রান করেই অল আউট হয়।

এর আগে ব্যাট করতে নেমে চিটাগংয়ের হয়ে দুর্দান্ত খেলেছেন ওপেনার খাজা নাফায়। তিনি ৩০ বলে খেলেছেন ৫০ রানের ঝড়ো ইনিংস। ম্যাচে ফিফটির দেখা পেয়েছন অধিনায়ক মিঠুনও। তিনি ৩৮ বলে করেন ৫২ রান।

এছাড়া শেষদিকে শামিম হোসেনের ২৩ বলে ৩৮ ও খালেদ আহমেদের ১৩ বলে ২ চার আর ২ ছয়ে ২৫ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় চিটাগং। এদিকে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলা খালেদ আজ বল হাতেও ছিলেন দুর্দান্ত। দলকে জেতানোর পথে তিনি নিয়েছেন ৪ উইকেট। দলটির আরেক পেসার শরিফুল ইসলামও পেয়েছেন ৪ উইকেটের দেখা। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
ডিআরইউ'র সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
এলপিজির দাম বাড়লো
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝