রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
নিউজ ডেস্ক
Publish: Sunday, 2 February, 2025, 7:35 PM

রাজধানীর শনির আখড়ায় ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া সাইন্ড গ্রেনেড বিস্ফোরণে ৮ বছর বয়সী এক শিশুর কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নুর ইসলাম নামের ওই শিশুকে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শনির আখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।

ঘটনার সত্যটা নিশ্চিত করেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি বলেন, খেলতে গিয়ে ময়লার স্তূপ থেকে ওই বস্তুটি তুলে আনে শিশুটি। পরে বিকট শব্দে তা বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা ওটি সাউন্ড গ্রেনেড ছিল।

শিশুটির মা বিউটি আক্তার জানান, বিকালে বাসার পাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তার মাকে দেখায় এবং বলে, এটির ভেতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে মায়ের কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে সেটির ভেতর পানি ভরে এরপর রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন শিশুটির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট কদমতলী থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকার শুধু অংশীজনদের প্রতিই নিরপেক্ষ: প্রেস সচিব
পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি: স্বাস্থ্য উপদেষ্টা
খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝