Publish: Sunday, 2 February, 2025, 11:00 PM
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাবকে সুজানগর থানা-পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ গ্রাম মথুরাপুর থেকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করতে গিয়ে জনগণের বাধার মুখোমুখি হয় পুলিশ। এলাকার অসংখ্য নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আব্দুল ওহাবকে। এরপর ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার না করেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সময় আমরা তাকে গ্রেপ্তার করতে যাই। তাকে গ্রেপ্তার করে ফেরার সময় এলাকাবাসী প্রথমে বাধা দেয়। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু স্থানীয়রা তা না মেনে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে গেছে।’
ডার্ক টু হোপ/এসএইচ