বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
বরিশাল ব্যুরো
Publish: Monday, 3 March, 2025, 8:08 AM

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো একজনকে কুপিয়ে আহত করা হয়।

রোববার (২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

নিহত ওয়ার্ড যুবদলের কর্মী মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সাথে যুবদল কর্মী সুরুজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।

পূর্ব বিরোধের জেরধরে রবিবার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ তাদের সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে এসে সুরুজকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সুরুজকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝