বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার
সিলেট ব্যুরো
Publish: Sunday, 23 March, 2025, 4:51 PM

সিলেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় করা মামলায় সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে জেলার জালালাবাদ থানাধীন হাউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মো. মনির হোসেন জানান।

গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইফতারের আগে-পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা, কারো কারো ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে।

ওসি মনির হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা মাহবুব রহমান শান্ত সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আক্তার হোসেন ওই মামলার তিন নম্বর আসামি। গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝