বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বগুড়ায় ‘বিষাক্ত’ মদপানে তিনজনের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
Publish: Monday, 31 March, 2025, 1:56 AM

বগুড়ায় ‘বিষাক্ত’ মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লালন হোসেন।

শনিবার (২৯ মার্চ) রাতে সনি রায় নামে এক যুবক বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার (২৮ মার্চ) রাতে আওরঙ্গজেব ও রাসেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় চারজন এক সঙ্গে “বিষাক্ত” অ্যালকোহল পান করেন। এরপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। চারজনের মধ্যে এনামুল হক পিলু নামে আরও একজন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পিলু বলেন, বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় অ্যালকোহলের বোতল নিয়ে আসে চিন্টু। আমরা চারজন মিলে খাই। খাওয়ার পর পাতলা পায়খানা, সঙ্গে শ্বাসকষ্টও ছিল।

এনামুলের ভাই এমদাদ হোসেন বলেন, তার ভাই কাপড়ের ব্যবসা করেন। সে মদ খেত আমরা জানি। তার সঙ্গে আওরঙ্গজেব ও রাসেল মারা গেছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত ) এ কে এম মইন উদ্দিন বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে দুজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই লাশ দাফন করেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝