বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
হবিগঞ্জে সালিশে বিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০
হবিগঞ্জ প্রতিনিধি
Publish: Tuesday, 1 April, 2025, 4:22 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশি বৈঠক চলাকালে বিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফিরলে তাদের মধ্যে আবারও কথা কাটকাটি হয়। এরপর চেয়ারম্যানসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিকিৎসাধীন অনেকেই পালিয়ে যায়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝