বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Publish: Wednesday, 9 April, 2025, 8:54 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০)। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ৫টার দিকে বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী সেজামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের স্বজনেরা জানান, আজ (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে জমিতে কৃষি কাজ করার সময় বিএসএফ সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে সীমান্তের শূন্য রেখায় ফেলে যায়।

খবর পেয়ে স্বজনরা স্থানীয় মুকন্দপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মুরাদের বড় বোন আমেনা খাতুন বলেন, আমার ভাইকে বিএসএফ ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

তার স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামীর সারা শরীর পিটিয়ে কালো বানিয়ে মেরে ফেলেছে। আমি এখন দুই শিশু সন্তান নিয়ে কোথায় যাবো। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মুরাদ ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর তাকে মারধোর করা হয়। তবে তাকে বিএসএফ নাকি চোরাকারবারিরা পিটিয়ে হত্যা করেছে— তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝