এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Publish: Saturday, 12 April, 2025, 9:58 AM

কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। ১০টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও মিলেছে। এখন সেগুলো গণনার কাজ চলছে।
চার মাস ১১ দিন পর শনিবার (১২ এপ্রিল) সকালে একে একে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্লাস্টিকের বস্তায় করে টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে গণনার কাজ চলছে।
পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩২০ জন টাকাগুলো গণনা করছেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ-মাদরাসার অনেক কর্মকর্তা-কর্মচারীও গণনায় অংশ নেন।
সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদটির দানসিন্দুক খোলা হয়েছিল। সেদিন ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: