Publish: Saturday, 12 April, 2025, 10:14 AM

গাজীপুরে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে মহানগরীর সদর থানার দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে।
নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা রাকিব মোল্লা সদর মেট্রো থানা কৃষকদলের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর কৃষকদলের গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব খান জাহিদুল ইসলাম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
ডার্ক টু হোপ/এসএইচ