পারিবারিক আদালতকে সরকার অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর প্রাথমিক চিন্তা করছেন বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জজ কোট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘পারিবারিক আদালতের মামলা গুলো বাধ্যতা মূলক সালিশি প্রক্রিয়ায় ন্যস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিক ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।’
তিনি আরও বলেন, ‘ছেলেরা খেলাধুলা না করলে বিপথে চলে যাবে। তাই ছেলেদের খেলাধুলার স্বার্থে বান্দরবান স্টেডিয়ামে সার্বক্ষণিক উন্মুক্ত রাখার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের নির্দেশ প্রদান করেন। এছাড়া অপকারের চেয়ে উপকার বেশি হলে দ্রুত ভবন নির্মাণ শুরু করা হবে বলে জানান তিনি।’
এসময় উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের উপ সচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালর বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব প্রমুখ।
ডার্ক টু হোপ/এসএইচ