বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
মাদারীপুর প্রতিনিধি
Publish: Sunday, 13 April, 2025, 9:48 AM

মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে রাজৈরের বেপারীপাড়া মোড়ে এই সংঘর্ষ হয়, যেখানে পুলিশ ও সেনাসদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরদিন গত বুধবার (২ এপ্রিল) রাজৈরের কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে বদরপাশা গ্রামের জুনায়েদ আকন ও মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খানের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটে। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জুনায়েদ ও তার সহযোগীরা জোবায়েরকে পিটিয়ে ডান পা ভেঙে দেয়।

ঘটনার পর জোবায়েরের বড় ভাই অনিক খান রাজৈর থানায় জুনায়েদসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর থেকেই উভয় গ্রামের মাঝে উত্তেজনা বাড়তে থাকে এবং শনিবার (১২ এপ্রিল) রাতে চাপা উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এসময় দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বেপারীপাড়া মোড়ের বাজারের কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ, এসআই তারেকসহ অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া স্থানীয়দের মধ্যে সালাউদ্দিন (১৮), সাগর আকন (২৩), ওমর মোল্লা (২২), ইমন খান (২০), সাব্বির শেখ (১৮) ও পুলিশ সদস্য জুয়েলসহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে আমি নিজে, তদন্ত ওসি ও অন্যান্য পুলিশ সদস্য আহত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝