Publish: Monday, 14 April, 2025, 12:34 PM

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ক্যাসিনো ব্যবসায়ী মোশাররফসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত মোশাররফের লোকজন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, শ্রীপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের স্থানীয় আব্দুল লতিফের মেয়ের জামাই নওগাঁর নিয়ামত পুরের বাসিন্দা মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে মোশাররফকে ধরতে তাঁর শ্বশুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোশাররফ এবং তাঁর লোকজন জয়দেবপুর থানার ওসিসহ ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে। এ সময় পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা।
ওসি আব্দুল হালিম আরও বলেন, হামলায় জয়দেবপুর সাতজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে শ্রীপুর থানায় খবর দেওয়া হলে যৌথ অভিযানে মোশাররফ ও তাঁর সহযোগীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়াকে বিগত কয়েক বছর আগে নওগাঁ জেলার দিনমজুর খাইবরের ছেলে মোশাররফ বিয়ে করেন।
ডার্ক টু হোপ/এসএইচ