Publish: Thursday, 24 April, 2025, 12:53 PM

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া সব ধরনের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয় হাইকমিশনার সুসান রাইলীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় এ বৈঠক।
বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
সুসান রাইলী জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী।
এদিকে, নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করাসহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা ১১টার দিকে শুরু হয় এ বৈঠক। এ বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ