শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
১২ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
জাতীয়
মিছিলের জন্য আওয়ামী লীগের আরো ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার
নিউজ ডেস্ক
Publish: Thursday, 24 April, 2025, 4:22 PM

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো, রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)। 

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোবাশ্বের রহমানকে এবং ২৪ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শান্তিনগর এলাকা হতে মো. আজাদ হোসেন গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক টিম। 

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার  রাত আনুমানিক ১২টার দিকে উত্তরা-১৪ নং সেক্টর হতে মো. বাবুলকে এবং রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে শেওড়াপাড়া এলাকা হতে মো. রেজাউল করিমকে (রানা) গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। 

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ২৪ এপ্রিল বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. রুহুল আমীনকে লালবাগ এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগ। অন্যদিকে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে মো: হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। 

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করলো ভারত
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ
দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক
‘বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ’
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝