পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের ঢাকা সফর স্থগিত করেছে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তান দূতাবাস সূত্রে জানায়, “অপ্রত্যাশিত পরিস্থিতির” কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারছেন না।
পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এর আগে বিকেল পর্যন্ত এই সফর নিয়ে কাজ করছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের কর্মকর্তারা।
আগামী রবিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। বৈঠককে কেন্দ্র করে দুই দেশই বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ