প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নির্ধারণ করতে বিভিন্ন রাজনৈতিক দলসহ অংশীজনের মতামতের জন্য আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) মতবিনিময় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত পরামর্শক দলের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোট পদ্ধতি নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মতামত আমরা অংশীজনের কাছে তুলে ধরবো। এজন্য দল, সংস্কার কমিশনসহ সবাইকে নিয়ে ২৯ এপ্রিল মতবিনিময় করব।
ইসির সিনিয়র সচিব জানান, আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ মতবিনিময় সভা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলে সভায় থাকবেন।
আখতার আহমেদ বলেন, ভোট পদ্ধতি নিয়ে কমিশন কাজ করছে। এখন বিষয়টি সবাইকে জানাতে হবে, সব কিছু তাদের সামনে উপস্থাপন করা হবে। এজন্যই অংশীজনদের নিয়ে এবার বসছে ইসি।
গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। এক্ষেত্রে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট-এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদরা এ নিয়ে তিনটি প্রতিবেদন জমা দিয়েছে।
পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর তিনটি পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট করতে গেলে কী কী করতে হতে পারে, কি সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে।
ডার্ক টু হোপ/এসএইচ