বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ চলছে
চট্টগ্রাম ব্যুরো
Publish: Sunday, 31 August, 2025, 1:54 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় সংঘর্ষ আরো ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। স্থানীয়দের আক্রমণে নতুন করে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করলে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় উত্তেজনা শুরু হলেও তা রাতভর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। গুরুতর আহতদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকও রয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় আজকের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থী ও শিক্ষকদের অনেকেই আহত হয়েছেন। পরীক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

মারধরের শিকার শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্রী সাফিয়া খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় গেট বন্ধ পান তিনি। গেটে ধাক্কা ও ডাকাডাকির পর দারোয়ান গেট খুললেও কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা ও মারধর করেন। এর জেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দারোয়ানকে আটকাতে গেলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৭টার দিকে সেনা সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করলে আবারও উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনায় চবি ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ সমাবেশ করে। তাদের অভিযোগ, স্থানীয় হানিফ গং নামের একটি প্রভাবশালী গ্রুপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝