বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিলো বাকৃবি শিক্ষার্থীরা, ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ ব্যুরো
Publish: Tuesday, 2 September, 2025, 10:12 PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ থাকা ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ১১টার দিকে হল ছাড়ার নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জড়ো হয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংক শাখার প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার যৌথ ডিগ্রীর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন এবং সোমবার সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। তবে অধিকাংশ শিক্ষার্থী হলে থেকে যান এবং হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝