বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 2 September, 2025, 10:33 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্তও নিয়েছেন তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা বলেন, “মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে, কোনো প্রকার কোটা ব্যবস্থা রাখা যাবে না।” তাদের অভিযোগ, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কোটা রাখা হলে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে গত ২৭ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় শাহবাগে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝