ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত ও অতিথিদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঢাবির হলগুলোতে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। বহিরাগত কিংবা অতিথি কেউ হলে থাকতে পারবে না।
ডার্ক টু হোপ/এসএইচ