বুধবার, ২২ জানুয়ারি ২০২৫,
৯ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 18 January, 2025, 8:06 PM

গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করল সুমাইয়া আক্তারের দল।

আজ শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার ইউকেএম ওভাল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫২ রান তোলে নেপাল। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাবে মাত্র ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া আক্তার।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে প্রত্যাশিত শুরু করতে পারেননি ব্যাটাররা। ৪ রানের মাথায় ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার ফাহমিদা ছোঁয়া। ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। দ্রুতই ফেরেন আরও তিন ব্যাটার। সবমিলিয়ে মাত্র ৪১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

অবশ্য জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। মিডল অর্ডারের দৃঢ়তায় ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দৃঢ় হলো বাংলাদেশের। নেপালের হয়ে বল হাতে ৪ বোলার একটি করে উইকেট নেন। তারা হলেন—রচনা, রিমা, সীমা ও পূজা।

এর আগে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নেপালের। দলীয় ৩ রানের মাথায় ফেরেন ওপেনার সাবিত্রি ধামি। ৬ বলে মাত্র ১ রান আসে তার ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামাল দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেও জুটি বড় করতে পারেনি নেপাল। দলীয় ১৩ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার পূজা মাহাতো। ১৮ বলে মাত্র ২ রান করেন নেপাল অধিনায়ক। পরবর্তীতে দলটির আর কোনো ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি নেপাল।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৬ দলকে নিয়ে প্রথমবারের মত নারী অনূর্ধ্ব-১৯-টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝