বুধবার, ২২ জানুয়ারি ২০২৫,
৯ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
হাসানের দুর্দান্ত বোলিংয়ে মলিন বিজয়ের শতক, খুলনার রুদ্ধশ্বাস জয়
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 20 January, 2025, 12:11 AM

টানা চার ম্যাচ হার নিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। বিপিএলে টিকে থাকতে হলে আজকে জিততেই হতো। কঠিন হিসাব মাথায় নিয়ে আগে ব্যাটিংয়ে নেমে খুলনার ব্যাটাররা স্কোরবোর্ডে তুলে ফেলে ২০৯ রান। বড় সংগ্রহের পরও হারতে বসেছিলো মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। প্রথম বলেই বাউন্ডারি মেরে সমীকরণ কমিয়ে আনেন এনামুল হক বিজয়। যদিও শেষ দুই বলে ৯ রান তুলতে না পারায় খুলনা ৭ রানে জিতে যায়। শেষ বলে সেঞ্চুরি পেলেও তা মলিন হয়ে যায় দলীয় হারে।

রোববার (১৯ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ভালো শুরু পায় রাজশাহী। চার ওভারেই ৪৭ রান তুলে জিসানকে হারায় দলটি। তিনি ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর মোহাম্মদ হারিস ১৫ রানে বিদায় নেন। এরপর ইয়াসির আলীকে নিয়ে বিজয় ৫৮ রানের জুটি গড়েন। ইয়াসির ২০ রানে বিদায় নিলেও একপ্রান্ত আগলে বিজয় ব্যাটিং করে গেছেন। তার ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছৈ গিয়েছিল রাজশাহী। কিন্তু শেষ তিন বলে ৯ রান নিতে ব্যর্থ হন বিজয়। শেষ বলে এক রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেও তাতে দলের কোনও লাভ হয়নি। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়কের ব্যাটে রাজশাহীর ইনিংস থামে ২০২ রানে।

খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তার শিকার দুটি উইকেট। এছাড়া আবু হায়দার ও সালমান ইরশাদ নেন একটি করে উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল খুলনা। মেকশিফট ওপেনার হিসেবে এদিন ওপেনিংয়ে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজের এই সিদ্ধান্তে বেশ সফলই বলা যায় তাকে। নাঈম শেখ ২ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৭ রান করে আউট হলে ৪২ রানের ওপেনিং জুটি ভাঙে তাদের। এরপর স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ করে মিরাজও সাজঘরে ফেরেন। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ২৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর দ্রুত অ্যালেক্স রস (১) আউট হতে চাপে পড়ে যায় খুলনা।

তবে ৬০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও উইলিয়াম বোসিস্টো ৭১ বলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটিতেই মূলত খুলনা দুইশ পার করতে পারে। চলমান বিপিএল ফর্মহীন আফিফ আজকেই পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। ৪১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে তিনি আউট হন। তারপর বোসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা পৌঁছে যায় ২০৯ রানে। ১৪ বলে তারা দুইজন অবিচ্ছিন্ন থাকেন ৩৬ রানের জুটি গড়ে। বোসিস্টো ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় খেলেন ৫৫ রানের ইনিংস। অন্যদিকে অঙ্কন ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন।

রাজশাহী কিংসের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩৬ রানে নেন দুটি উইকেট। একটি উইকেট নেন জিসান আলম।

৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনা রাজশাহীকে নামিয়ে চারে উঠে গেলো।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝