বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
ম্যানসিটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে হালান্ড
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 18 January, 2025, 9:03 AM

২০২২ সালে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড থেকে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আর্লিং হালান্ড। সবশেষ চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ম্যানসিটিতে তার খেলার কথা থাকলেও সেই চুক্তি নবায়ন করেছেন এই নরওয়েজিয়ান ফুটবলার। নতুন চুক্তি অনুযায়ী ২০৩৪ সালের মাঝামাঝি পর্যন্ত এই ক্লাবে দেখা যাবে তাকে। যার ফলে এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে লম্বা চুক্তির ফুটবলার হালান্ড। এরআগে ২০৩৩ সাল পর্যন্ত কোল পালমার ও নিকোলাস জ্যাকসনের সাথে চুক্তি করে চেলসি।

দলবদলে হালান্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, আপাতত সব থেমে গেল সিটির সঙ্গে নতুন এই চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা।

নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই। ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তার কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তাদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।

ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের মতে, চুক্তি নবায়নের ফলে তার পূর্বের সব রিলিজ ক্লজ বাতিল করা হয়েছে। হালান্ডের নতুন চুক্তিটি ক্রীড়া জগতে অন্যতম লাভজনক চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

২৪ বছর বয়সী হালান্ড তার আগের চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন। তবে একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়।

উল্লেখ্য, চলতি মৌসুমে এক ম্যাচ বেশি খেলেও লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ক্লাবের এতো সংগ্রামের মাঝেও নিজের ফর্ম ধরে রেখেছেন হালান্ড। প্রিমিয়ার লিগের ২১ ম্যাচে করেছেন ১৬টি গোল। তার চেয়ে দুই গোল বেশি করা সালাহ আছেন শীর্ষে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝