বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 31 August, 2025, 8:31 AM

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে অজ্ঞাত বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলাকারী পালিয়ে যায়, তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে অভিযান শুরু করেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তবে এখনো হত্যাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি, এ ঘটনা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা।

রয়টার্স জানায়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩–১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এছাড়া ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ঘটনার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শোক জানিয়ে বলেন, “লভিভে ভয়াবহ হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। হত্যাকারীকে ধরতে সব ধরনের শক্তি ও সরঞ্জাম কাজে লাগানো হবে।”

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন, যুদ্ধাবস্থায় নিরাপদ জায়গা আর কোথাও নেই। সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, “এটি শুধু পারুবির ওপর হামলা নয়, বরং ইউক্রেনের হৃদয়ে গুলি চালানো হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পারুবিকে “দেশপ্রেমিক ও প্রকৃত রাষ্ট্রনায়ক” আখ্যা দেন। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো এ হত্যাকাণ্ডকে দেশের জন্য গভীর ক্ষতি বলে উল্লেখ করে দ্রুত তদন্তের আহ্বান জানান।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝