আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। আহত প্রায় ৩ হাজার। দুর্গম এলাকায় উদ্ধার কাজে ধীরগতিতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জালালাবাদ শহরসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাছে কর্তৃপক্ষ। অভিযান চলছে একটানা।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগারহার প্রদেশ। প্রায় আড়াই শ মানুষ মারা গেছে কুনারে। আহত ৫ শতাধিক।
ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। অনেক এলাকায় পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে সড়ক।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউএসজিএস একটি সতর্কতা জারি করেছে, যা ভূমিকম্পের পরে অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করে সংস্থাটি।
ডার্ক টু হোপ/এসএইচ