বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ছয় শতাধিক, আহত দেড় হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 1 September, 2025, 12:49 PM

পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক হাজার ৫০০ জনের বেশি মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার ও সেনা সদস্যদের সহায়তায় চলছে উদ্ধার অভিযান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক আরটিএ মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে জানিয়েছিল।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশ। সেখানকার নোরগাল জেলায় তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। মাত্র কয়েকটি ক্লিনিকের তথ্য অনুযায়ীই ৪০০ জনের বেশি আহত ও বহু নিহতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে আল জাজিরা জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ পাঠিয়েছে। দুর্যোগ মোকাবেলার তদারকিতে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান তালেবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব।

ভূমিকম্পটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানায় ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ হয়ে ওঠে। আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝