Publish: Monday, 1 September, 2025, 12:49 PM

পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক হাজার ৫০০ জনের বেশি মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার ও সেনা সদস্যদের সহায়তায় চলছে উদ্ধার অভিযান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক আরটিএ মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে জানিয়েছিল।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশ। সেখানকার নোরগাল জেলায় তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। মাত্র কয়েকটি ক্লিনিকের তথ্য অনুযায়ীই ৪০০ জনের বেশি আহত ও বহু নিহতের খবর পাওয়া গেছে।
অন্যদিকে আল জাজিরা জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ পাঠিয়েছে। দুর্যোগ মোকাবেলার তদারকিতে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান তালেবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব।
ভূমিকম্পটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানায় ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ হয়ে ওঠে। আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।
ডার্ক টু হোপ/এসএইচ