Publish: Tuesday, 2 September, 2025, 8:06 AM

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তিন দিন আগে ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। খবর স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৭৫ থেকে ৮০ জন নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজটি ছেড়ে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মৌরিতানিয়ার উপকূলে পৌঁছানোর পরই এটি ডুবে যায়।
স্প্যানিশ এনজিও ওয়াকিং বর্ডার জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন। সংস্থাটির নির্বাহী হেলেনা মালেনো স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যাডেনা সের-কে বলেন, “এই দুর্ঘটনা চলতি গ্রীষ্মে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি।”
প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুটগুলোর একটি ক্যানারি দ্বীপপুঞ্জ। আটলান্টিক সাগরের এই বিপদসঙ্কুল পথে প্রাণ হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি। শুধু ২০২৪ সালেই এ রুটে যাত্রার সময় মারা যান প্রায় ৭ হাজার ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী।
ডার্ক টু হোপ/এসএইচ