Publish: Monday, 1 September, 2025, 7:42 AM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এর পর আরও অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নানগারহার ও কুনার প্রদেশে। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস হয়েছে, এতে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজধানী কাবুল থেকেও কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।
উদ্ধারকাজে চরম সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। সীমিত সরঞ্জামের কারণে তারা দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার সরবরাহে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ডার্ক টু হোপ/এসএইচ