বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
সন্তানদের শেখাতে টানা ৮০০ কিলোমিটার হাঁটালেন বাবা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 31 August, 2025, 11:05 PM

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের বাসিন্দা উ নামের এক বাবা সন্তানদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতা শেখাতে টানা ৮০০ কিলোমিটার পথ হেঁটেছেন। তার সঙ্গে ছিলেন ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলে।

গত ১৭ জুলাই উ সন্তানদের নিয়ে রওনা দেন হুনান প্রদেশের উদ্দেশ্যে। প্রতিদিন গড়ে ২৩ কিলোমিটার হাঁটতে হতো তাদের। এই দীর্ঘ যাত্রায় বাবা নিজে ১০ কেজি ওজনের ব্যাগ বহন করলেও ছেলে-মেয়ের কাঁধেও ছিল পাঁচ কেজি ওজনের ব্যাগ।

উ জানান, প্রথমে তিনি নিজেও ভেবেছিলেন শিশুদের পক্ষে এত বড় পথ অতিক্রম করা কঠিন হবে। তবে শেষ পর্যন্ত তারা সফল হওয়ায় তিনি গর্বিত। যাত্রাপথে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়লে নানা কথায় সাহস জুগিয়েছেন উ। তিনি তাদের বলতেন, “তোমরা তোমাদের বাবার চেয়েও শক্তিশালী।”

৩১ দিনের এ যাত্রায় উ’র নিজের পায়ে ফোসকা পড়লেও সন্তানদের পা অক্ষত ছিল। শুধু হাঁটা নয়, সন্তানদের আর্থিক সচেতনতা বাড়াতেও তিনি আলাদা উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তাদের খরচ মেলাতে শিখিয়েছেন। এতে সীমিত অর্থের ব্যবহার ও বাজেটের গুরুত্ব সম্পর্কে শিশুদের ধারণা তৈরি হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝